• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

‘ভুয়া’ ফোনকলটি আসে মালয়েশিয়া থেকে 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১০:২৪ এএম
‘ভুয়া’ ফোনকলটি আসে মালয়েশিয়া থেকে 
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১ ডিসেম্বর) রাতে বোমা আছে সন্দেহে মালয়েশিয়ান একটি ফ্লাইটের জরুরি অবতরণ করা হয়। তবে বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি। 

মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইটে বোমা আছে, এ কথাটি মালয়েশিয়ান একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়েছিল। পরে এই তথ্যের ভিত্তিতে “বোমা” উদ্ধারের প্রচেষ্টা চালানো হয়। যদিও পুরো উড়োজাহাজে তল্লাশি করেও বোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এ তথ্য জানান। 

এর আগে বুধবার (১ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এমএইচ১৯৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানে বোমা থাকার খবর পেয়ে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়, বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা। 

তবে বিমানবন্দর সূত্র জানা যায়, রাত সাড়ে ১২টায় ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!